[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ আগষ্ট ২০২৫ ২:২৮ এএম

সংগৃহীত ছবি

গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “বাংলাদেশ যেন কখনো চরমপন্থা বা মৌলবাদের আশ্রয়স্থল না হয়, সেই প্রত্যাশা বিএনপির। এজন্য সবাইকে সোচ্চার থাকতে হবে।”

তিনি আরও বলেন, “কিছুদিন আগে জনগণ স্বৈরাচারকে বিদায় দিয়েছে। সেই স্বৈরাচারের পুনর্জাগরণ প্রতিহত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক মতাদর্শে ভিন্নতা থাকলেও গণতন্ত্র, ভোটাধিকার ও বাকস্বাধীনতার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

দেশে জবাবদিহিতা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “এটি সম্ভব একমাত্র জনগণের ভোটাধিকার নিশ্চিত করার মাধ্যমে।”

তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের ডাক দেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর