চিকিৎসকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, গণমাধ্যমে তার বক্তব্য সম্পূর্ণভাবে তুলে ধরা হয়নি।
রোববার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লিখেন, শনিবার এক অনুষ্ঠানে ডাক্তারদের বিষয়ে কথা বলতে গিয়ে প্রথমে রোগী হিসেবে তার ভালো অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।
এরপর অন্যদের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু সমালোচনা তুলে ধরলেও, তা সব চিকিৎসকের জন্য নয়—একাংশের বিরুদ্ধে অভিযোগ হিসেবেই উপস্থাপন করেছিলেন।
আসিফ নজরুল বলেন, সংবাদমাধ্যমে তার বক্তব্যের আংশিক প্রকাশে মনে হতে পারে তিনি ঢালাওভাবে সব চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।
কিন্তু বাস্তবে তিনি বলেছেন, দেশের বিপুলসংখ্যক ডাক্তার সততা, দক্ষতা ও ত্যাগের সঙ্গে রোগীদের সেবা দিয়ে আসছেন। “এমন ডাক্তার ভাই-বোনদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি,”—বলেন তিনি।
তবে তিনি এও উল্লেখ করেন, কিছু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর স্বার্থ উপেক্ষা করে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করানো, ওষুধ কোম্পানির সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট থাকার মতো অভিযোগ শোনা যায়। এসব বিষয়ে পেশাজীবীদের ভেবে দেখার আহ্বান জানান তিনি।
এর আগে শনিবার (১৬ আগস্ট) এক অনুষ্ঠানে ড. আসিফ নজরুল বলেন, “বাংলাদেশের বড় বড় হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ডাক্তারদের দেখা করার নির্দিষ্ট সময় বরাদ্দ থাকে, যা অন্য কোনো দেশে দেখা যায় না।
তিনি প্রশ্ন তোলেন, “চিকিৎসকরা কি ওষুধ কোম্পানির দালাল বা মধ্যস্বত্বভোগী হিসেবে কাজ করছেন?”
তার এ বক্তব্যের পর চিকিৎসকদের মধ্যে সমালোচনা শুরু হয়। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ বিএনপিপন্থি চিকিৎসক সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), ন্যাশনাল ডক্টরস ফোরাম ও জাতীয় নাগরিক পার্টি নিন্দা ও প্রতিবাদ জানায়।
এসআর
মন্তব্য করুন: