বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রণীত ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) সচিবালয়ে ছাত্রশিবিরের প্রতিনিধি দল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবাগতুল্লাহ। মতবিনিময় শেষে তিনি শিক্ষা সচিবের নিকট প্রস্তাবনার কপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন, ব্যবসায় শিক্ষা সম্পাদক গোলাম জাকারিয়া, শিক্ষা সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম, বিতর্ক সম্পাদক আসাদুল ইসলাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম।
সিবাগতুল্লাহ বলেন, “বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যে ধরনের পরিবর্তন প্রয়োজন ছিল, তার ন্যূনতম প্রতিফলনও দেখা যাচ্ছে না। ফ্যাসিবাদী শাসনব্যবস্থায় শিক্ষাব্যবস্থা পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছিল। পাঠ্যক্রম ও শিক্ষাব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে আমূল সংস্কারের প্রয়োজন রয়েছে।”
তিনি আশা প্রকাশ করেন, সরকার ৩০ দফা শিক্ষা সংস্কার প্রস্তাবনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং শিক্ষাবিদ, সংগঠন ও অন্যান্য অংশীজনদের মতামত অন্তর্ভুক্ত করে আগামী বছর থেকে এর বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। সিবাগতুল্লাহ আরও বলেন, “শিক্ষা ব্যবস্থাকে উপেক্ষা করলে দেশের জন্য সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা সম্ভব হবে না। আশা করি, সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।”
এসআর
মন্তব্য করুন: