আগামী জাতীয় নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে এখনো কোনো আলোচনা শুরু হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার (১৭ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
নজরুল ইসলাম খান বলেন, “এ মুহূর্তে আসন ভাগাভাগির কোনো বিষয় নেই। যুগপৎ আন্দোলনে যারা একসঙ্গে ছিলেন, তারা সবাই ভোটে অংশ নেবেন। তবে এখনো আসন ভাগাভাগি নিয়ে দলে কোনো আলোচনা হয়নি। তপশিল ঘোষণার পর এ বিষয়টি আলোচনায় আসবে।”
ফেব্রুয়ারিতে ভোট আয়োজন নিয়ে তিনি বলেন, “কে কী ভিত্তিতে বলছে ফেব্রুয়ারিতে ভোট হবে না, সেটা তাদের বিষয়। বিএনপির এ বিষয়ে কোনো মন্তব্য নেই।” তিনি আরও জানান, বিএনপির পক্ষ থেকে ‘না ভোট’ সংক্রান্ত কোনো প্রস্তাব দেওয়া হয়নি এবং দেশে এমন পরিস্থিতিও তৈরি হয়নি।
সিইসির সঙ্গে বৈঠকে ভোট আয়োজন, নির্বাচনী নিরপেক্ষতা ও সামগ্রিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান বিএনপির এই নেতা। বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও উপস্থিত ছিলেন।
আলোচনায় সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দলের আচরণবিধি, ভোটের মাঠে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় হয়। এ সময় নির্বাচন কমিশন জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মাঠে থাকবে; প্রয়োজনে নৌবাহিনী ও কোস্টগার্ডও দায়িত্ব পালন করবে।
এছাড়া প্রবাসীদের ভোটাধিকারের বিষয়েও আলোচনা হয়। নজরুল ইসলাম খান জানান, সাধারণ পাসপোর্টধারী প্রবাসীদের ভোটের আওতায় আনার দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সীমানা পুনর্নির্ধারণে ভৌগলিক অখণ্ডতা, জেলা ও ভোটার সংখ্যাকে ভিত্তি ধরা হচ্ছে।
এসআর
মন্তব্য করুন: