গণ অধিকার পরিষদের সাবেক নেতা ড. রেজা কিবরিয়া বলেছেন, বর্তমান সরকারের হাতে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়।
কারণ সরকার নিরপেক্ষতা হারিয়েছে এবং দলীয় স্বার্থে ক্ষমতা ধরে রাখার চেষ্টা করছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশে আবারও একটি বিপ্লব হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে জনতা পার্টি বাংলাদেশের আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন রেজা কিবরিয়া।
তিনি বলেন, “জুলাই-আগস্টের শহীদদের রক্তের সঙ্গে এই সরকার বেঈমানি করেছে।
আমরা আশা করেছিলাম দেশ পরিচালনায় গুণগত পরিবর্তন আসবে, উন্নতি দেখা যাবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। শেখ হাসিনার সরকারের পর আরও নিম্নমানের একটি সরকার আসবে, এটা কখনো ভাবিনি।”
রেজা কিবরিয়ার অভিযোগ, দেশি-বিদেশি বিনিয়োগকারীরা সরকারের প্রতি আস্থা রাখতে পারছেন না। সংস্কারের পরিবর্তে সরকার রাজনৈতিক স্বার্থ রক্ষায় ব্যস্ত।
অনুষ্ঠানে জনতা পার্টির মহাসচিব শওকত মাহমুদ বলেন, “প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশে একভাবে কথা বলেন, বিদেশে গিয়ে আরেকভাবে। এতে বোঝা যাচ্ছে, তিনি বিএনপির দিকে ঝুঁকছেন এবং নিরাপদ প্রস্থান (সেফ এক্সিট) খুঁজছেন।”
তিনি আরও বলেন, “সংস্কার অনেক সময় চাপিয়ে দিতে হয়। কিন্তু এই সরকারের সেই সক্ষমতা নেই। আমরা সরকারকে সমর্থন করি, তবে তাদের অদক্ষতা, ব্যর্থতা ও অপদার্থতাকে কোনোভাবেই মেনে নিতে পারি না।”
সভায় সভাপতিত্ব করেন জনতা পার্টির নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন।
এসময় আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি মহসীন রশিদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি এ কে এম আশরাফুল হক এবং জাতীয় সংস্কার জোটের আহ্বায়ক মেজর আমিন আহমেদ আফসারী।
এসআর
মন্তব্য করুন: