জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে কক্সবাজার সফরকে ঘিরে দেওয়া কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রত্যাহার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১৬ আগস্ট) দলটির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ আগস্ট উল্লিখিত পাঁচ নেতার বিরুদ্ধে পৃথক কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। পরে তারা দফতরের মাধ্যমে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের কাছে জবাব জমা দেন।
শোকজের জবাব পর্যালোচনা শেষে দেখা গেছে, সংশ্লিষ্ট ঘটনায় দলীয় শৃঙ্খলার ব্যত্যয় ঘটেনি। তাই আহ্বায়ক ও সদস্য সচিবের নির্দেশে শোকজ নোটিশ প্রত্যাহার করা হয়েছে এবং বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট এনসিপির পাঁচ নেতার কক্সবাজার সফর নিয়ে দলে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হলে তাদের শোকজ নোটিশ দেওয়া হয়েছিল।
এসআর
মন্তব্য করুন: