[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

যারা নির্বাচন করবে, তারা কেন উপদেষ্টা হলেন: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫ ৯:৩৪ পিএম

সংগৃহীত ছবি

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্যকে ঘিরে প্রশ্ন তুলেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “বলা হচ্ছে—যারা রাজনীতি করবে বা নির্বাচন করবে, তাদের নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয়। আমার প্রশ্ন হলো, যারা রাজনীতি বা নির্বাচন করার ইচ্ছা রাখে, তারা কেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হলো? উপদেষ্টা হওয়ার সময় তো বলা হয়েছিল, তারা রাজনীতি ও নির্বাচনে অংশ নেবে না। এখন আবার নির্বাচনকালীন সরকারের প্রসঙ্গ তোলা হচ্ছে। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার করা হচ্ছে?”

তিনি আরও লেখেন, “কেউ পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের শপথ নেয়নি। বরং তাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের জন্যই উপদেষ্টা করা হয়েছে। তাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার আগে কারো পদত্যাগের সুযোগ থাকা উচিত নয়। কেউ দায়িত্বে অবহেলা করলে তাকে বহিষ্কার ও শাস্তির মুখোমুখি করতে হবে। পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা ভোগ করেও দায়িত্ব না পালন করলে দ্বিগুণ জরিমানা আদায় করা উচিত।”

রাশেদ খান অভিযোগ করে বলেন, “কারো নামের আগে ‘সাবেক উপদেষ্টা’ তকমা লাগিয়ে সিভি ভারি করার জন্য এতো মানুষ রক্ত দেয়নি। সঠিক বিচার, সংস্কার ও নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এই ত্যাগ স্বীকার করা হয়েছে। এই ত্যাগ যেন কারো ব্যক্তিগত স্বার্থ হাসিলের হাতিয়ার না হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর