[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

আ.লীগকে নির্বাচনে ফেরাতে চাইলে আবারও ‘অভ্যুত্থান’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ৮:৫৬ পিএম

সংগৃহীত ছবি

নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার যে কোনো অপচেষ্টা প্রতিহত করা হবে বলে সতর্ক করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

সংগঠনটির দাবি, মূলধারার কিছু গণমাধ্যম, টেলিভিশন টকশো, সংবাদপত্রের কলাম ও জরিপের মাধ্যমে পরিকল্পিতভাবে আওয়ামী লীগের পক্ষে জনমত তৈরি ও সম্মতি উৎপাদনের চেষ্টা চলছে।

বুধবার (১৩ আগস্ট) দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের পাঠানো এক বার্তায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম যৌথ বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়; তারা একটি ফ্যাসিবাদী, গণহত্যাকারী ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন, যারা দেড় দশকের শাসনামলে গুম, খুন, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ধর্ষণসহ অগণিত মানবতাবিরোধী অপরাধে জড়িত। সংগঠনটির অভিযোগ, সর্বশেষ জুলাই-আগস্টের হত্যাকাণ্ডেও তারা প্রত্যক্ষভাবে যুক্ত—যার প্রমাণ ইতোমধ্যেই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (OHCHR) তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতে, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ‘আওয়ামী অধ্যায়’ চূড়ান্তভাবে সমাপ্ত হয়েছে। নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন সম্পূর্ণ অযোগ্য ও অপ্রাসঙ্গিক। তাই যে কোনোভাবে তাদের পক্ষে বয়ান তৈরি বা সম্মতি উৎপাদনের চেষ্টা মানে জুলাই গণহত্যাকে বৈধতা দেওয়া—যা সহস্রাধিক শহীদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।

সংগঠনটি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি ‘আওয়ামী পুনর্বাসন প্রজেক্ট’ বাস্তবায়নের চেষ্টা হয়, তাহলে তারা ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে আবারও অভ্যুত্থানের ডাক দেবে এবং সেই নির্বাচন বয়কট করবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর