[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ডিজিএফআই সদর দপ্তর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৫ ২:১৬ এএম

সংগৃহীত ছবি

গোয়েন্দা সংস্থার কার্যক্রমের সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী হুঁশিয়ারি দিয়েছেন, “ডিজিএফআই যদি একইভাবে ভীতি প্রদর্শন ও দমন-পীড়ন চালায়, তাহলে শুধু আয়নাঘর নয়, এর সদর দপ্তরও ভেঙে দেওয়া হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর খামারবাড়ীতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ডিজিএফআই আমাদের করের টাকায় পরিচালিত হলেও এর ব্যয় ও কর্মকাণ্ড সম্পর্কে জনগণ কিছু জানে না।

তাদের কোনো জবাবদিহি নেই, স্বচ্ছতাও নেই। শুধু মানুষকে ভয় দেখানোই যেন তাদের কাজ।”

তিনি আরও জানান, প্রয়োজনীয় সংস্কার ছাড়া আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না।

“সংস্কার না করে নির্বাচন হলে, যে ভাইরা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন—তাদের লাশ ফেরত দিতে হবে সরকারকে,” যোগ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যাদের অঙ্গহানি হয়েছে, যেসব মায়ের বুক খালি হয়েছে—সংস্কার ছাড়া নির্বাচন হলে তাদের প্রাপ্য ফিরিয়ে দিতে হবে।”

তিনি প্রশ্ন তোলেন, পুরোনো কাঠামো ও সংবিধান বহাল থাকলে জুলাই মাসে এত মানুষ আহত-নিহত হওয়ার প্রয়োজন কেন ছিল।

একইসঙ্গে তিনি গণমাধ্যমের সমালোচনা করে দাবি করেন, “গণঅভ্যুত্থানের পর সম্পাদকদের বলেছিলাম—যা করেছেন, লজ্জা থাকলে ঘরে বসে থাকুন, কিন্তু তাঁরা বারবার জনগণকে ধোঁকা দিয়ে যাচ্ছেন। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর