বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে জনরায় পেলে বিএনপি মিলে-মিশে দেশ পরিচালনা করবে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির যুব, স্বেচ্ছাসেবক ও ছাত্র সংগঠনের যৌথ আয়োজিত “যুব সমাবেশের প্রত্যাশা ও বিএনপির পরিকল্পনা” শীর্ষক আলোচনা সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন জানিয়েছে—ফ্যাসিবাদের দেড় দশক পর আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। আমি দেশের সর্বস্তরের জনগণকে আহ্বান জানাচ্ছি—ধানের শীষে ভোট দিন, আমরা মিলে-মিশে দেশ গড়ব।”
তিনি জানান, বিএনপির মূল লক্ষ্য প্রযুক্তিনির্ভর ও দক্ষ যুবসমাজ গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। “প্রতিশ্রুতির চেয়ে প্রতিশ্রুতির বাস্তবায়ন গুরুত্বপূর্ণ,” উল্লেখ করে তিনি বলেন, কর্মপরিকল্পনাগুলো বাস্তবায়নে প্রতিটি সেক্টরে কাজ করা হবে।
যুবশক্তিকে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ হিসেবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, কারিগরি শিক্ষা, প্রযুক্তি জ্ঞান ও খেলাধুলার সুযোগ বাড়ানো হবে। তিনি ঘোষণা দেন, ‘নতুন কুড়ি’ কর্মসূচি পুনরায় চালু করা হবে, যেখানে ক্রীড়া বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে।
আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসআর
মন্তব্য করুন: