চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেহপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালের ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. ছলিম উল্লাহ (লাভলু) হত্যার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনো বিচার প্রক্রিয়া শুরু হয়নি।
অভিযোগপত্র (চার্জশিট) আদালতে দাখিল না হওয়ায় মামলাটি কার্যত অচল হয়ে আছে।
এ নিয়ে নিহতের ছেলে মো. লাবিব আরেফিন প্রধান সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে অভিযোগ করেন, বাবার হত্যায় জড়িতরা এখন বিএনপি ও এর অঙ্গসংগঠনের পদ-পদবি পাওয়ার জন্য লবিং করছে।
তিনি লেখেন, আওয়ামী সরকারের মদদে ও ভোটবিহীন জনপ্রতিনিধিদের ঘনিষ্ঠ, বর্তমানে বিএনপি পরিচয়ধারী সন্ত্রাসীরা ২০২২ সালের ২ নভেম্বর রাতে তার বাবাকে হত্যা করে। ওই খুনিরা ও তাদের পরিবারের কিছু সদস্য এখন বিএনপির পদ-পদবি পাওয়ার জন্য দৌড়ঝাঁপ করছে। তারা পদে এলে স্থানীয় বিএনপি পরিবার লজ্জিত হবে বলে মন্তব্য করেন তিনি।
লাবিব আরও বলেন, খুনি ও চাঁদাবাজ পরিবার বাদে ইউনিয়নে শত শত সৎ ও ভালো মানুষ আছেন। খুনিদের পদে বসালে বা রাজনৈতিক সুযোগ দিলে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।
এ ঘটনায় তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসনের নেতা আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিনসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের সজাগ থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, ২০২২ সালের ২ নভেম্বর সকালে ফতেহপুর ইউনিয়নের মান্দাতলী গ্রামের ইটের রাস্তার পাশে লাভলুর মরদেহ উদ্ধার করে পুলিশ। হত্যার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিচার দাবিতে একাধিক মানববন্ধন হয়।
কিন্তু দীর্ঘ তিন বছরেও চার্জশিট জমা না হওয়ায় নিহত পরিবারের ক্ষোভ বাড়ছে। তাদের অভিযোগ, হত্যায় জড়িতরা রাজনৈতিক আশ্রয়ে এখনো সক্রিয়
এসআর
মন্তব্য করুন: