জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি এবং ওই সনদের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বুধবার (১৩ আগস্ট) রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১১ আগস্ট) রাতে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিলেও পরে তা পরিবর্তন করা হয়।
এদিকে গত রোববার (১০ আগস্ট) সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে ‘পিআর’ পদ্ধতি চালুর দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে জামায়াত নেতারা।
সাক্ষাৎ শেষে নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমাদের দাবি শুধু উচ্চকক্ষে নয়, নিম্নকক্ষেও ‘পিআর’ পদ্ধতি চালুর। এ বিষয়ে আন্দোলন চলবে।
এসআর
মন্তব্য করুন: