বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাদের এক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
নির্ভরযোগ্য সূত্র জানায়, সোমবার (১১ আগস্ট) বিকেল ৫টা থেকে ৬টা পর্যন্ত গুলশান-২ এ রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়।
এ সময় যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন। এনসিপির পক্ষে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দীন মোহাম্মদ অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
এনসিপি নেতারা অংশগ্রহণমূলক নির্বাচন ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
রাষ্ট্রদূত জ্যাকবসন গণতান্ত্রিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্রের আগ্রহ ও সহযোগিতার আশ্বাস দেন এবং নির্বাচনে এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
এর আগে কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাতের গুঞ্জন রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছিল। ৫ আগস্ট এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার সফর করেন।
বিভিন্ন মাধ্যমে দাবি ওঠে, তারা সি পার্ল রিসোর্টে পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন, যদিও এনসিপি নেতারা তা অস্বীকার করেন।
এ ঘটনাকে ঘিরে দলের ভেতরে অসন্তোষ দেখা দিলে সংশ্লিষ্ট পাঁচ নেতাকে শোকজ নোটিশ দিয়ে লিখিত ব্যাখ্যা চাইতে হয়।
এসআর
মন্তব্য করুন: