[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫ ১:৫২ এএম

তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, অতি শিগগিরই তিনি দেশের জনগণের সঙ্গে সরাসরি দেখা করবেন।

রোববার (১০ আগস্ট) বিকেলে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রাজশাহীর মাদ্রাসা মাঠসংলগ্ন ঈদগাহ রোডে আয়োজিত এ সম্মেলনের শেষে নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “ইনশাআল্লাহ, অতি শিগগিরই আপনাদের সঙ্গে সরাসরি দেখা হবে।”

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বক্তব্য দেন উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বন ও পরিবেশ সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন সহ-সম্পাদক শফিকুল হক মিলন, সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত প্রমুখ। সভাপতিত্ব করেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশা এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে এবং বিএনপি দেশের অধিকাংশ মানুষের সমর্থন পাবে। তবে সরকার গঠন করতে পারলেও শিক্ষা, বিচার, আইনশৃঙ্খলা, অর্থনীতি ও স্বাস্থ্যব্যবস্থাসহ বহু ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

তিনি জানান, আড়াই বছর আগে বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করেছিল, যার অধিকাংশ বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার আলোচনায় উঠে এসেছে। তারেকের মতে, রাষ্ট্রের অগ্রযাত্রা নিশ্চিত করতে এই সংস্কার অপরিহার্য।

স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, অতীতের স্বৈরাচার সরকার ইচ্ছাকৃতভাবে দেশের স্বাস্থ্যব্যবস্থা ভেঙে ফেলেছিল, যাতে মানুষ বিদেশে গিয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়। এখন নিজস্ব চিকিৎসক ও নার্স তৈরি করে দেশের হাসপাতালেই উন্নত সেবা নিশ্চিত করতে হবে।

বিএনপি নেতা আরও অভিযোগ করেন, এক যুগেরও বেশি সময় ক্ষমতায় থাকা স্বৈরাচার সরকার বিরোধী নেতাকর্মীদের গুম-খুন, মিথ্যা মামলা ও হয়রানির শিকার করেছে। শুধু বিএনপি নয়, অধিকার আদায়ের আন্দোলনে থাকা অন্যান্য দলও এর শিকার হয়েছে।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর