[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ চলছে: তারিকুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫ ৯:০২ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে ‘মিডিয়া ট্রায়ালের’ শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির যুব সংগঠন জাতীয় যুবশক্তি-এর আহ্বায়ক তারিকুল ইসলাম।

রোববার (১০ আগস্ট) রাজধানীর বাংলামোটরে জাতীয় যুব সম্মেলন–২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন,

“জুলাই গণ–অভ্যুত্থানে যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন এবং আমাদের এনসিপির যারা সক্রিয় ছিলেন, তারা স্পষ্টভাবেই মিডিয়া ট্রায়ালের লক্ষ্যবস্তু হচ্ছেন।”

তারিকুলের দাবি, ইচ্ছাকৃতভাবে কিছু মহল গণমাধ্যমের মাধ্যমে এনসিপি নেতাকর্মীদের সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে। দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন,

“এনসিপির নেতাকর্মীদের বিতর্কিত করার জন্য যেন এক ধরনের ধারাবাহিক প্রচারণা চলছে। তরুণরা যখন কোনো ইতিবাচক কাজ করে বা এনসিপি-সংশ্লিষ্ট কিছু ঘটে, সেটি সপ্তাহজুড়ে খবরের শিরোনাম হয়। কিন্তু অন্যদের ক্ষেত্রের গুরুতর বিষয়গুলো অনেক সময় গণমাধ্যমে আসে না।”

তিনি রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্ব দিয়ে বলেন,

“আমরা চাই সব রাজনৈতিক দল এবং গণমাধ্যম আমাদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করুক। তরুণদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা বাংলাদেশের জন্য অশনিসংকেত। ভুলে গেলে চলবে না, জুলাই গণ–অভ্যুত্থানে তরুণরাই সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে—ফলেই ১৬ বছরের ভয়াবহ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।”

সংবাদ সম্মেলনে তিনি জানান, আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আগামী ১২ আগস্ট (মঙ্গলবার) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-তে জাতীয় যুব সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে যুব ইশতেহার প্রকাশ করা হবে।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী, যুব উন্নয়নবিষয়ক সমন্বয়ক খালেদ মোস্তফা, সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর