কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশের বাইরে কী করছে, তা অন্তর্বর্তী সরকারের নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
রোববার (১০ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস স্থাপনের বিষয়ে বিবিসির প্রকাশিত খবরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, “আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ। তারা বাইরে কী করছে, আমরা অবশ্যই তা মনিটর করছি।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বডি ক্যামেরা কেনা হচ্ছে।
এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি (পিডি) শাহ আসিফ রহমান প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিস্তারিত তুলে ধরেন। জানানো হয়, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মুহাম্মদ ইউনূস সোমবার (১১ আগস্ট) তিন দিনের সফরে মালয়েশিয়া যাচ্ছেন। এটি আনোয়ার ইব্রাহিমের গত অক্টোবরে ঢাকায় সফরের পাল্টা সফর।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রযায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এসময় পাঁচটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হওয়ার সম্ভাবনা রয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়াসহ আসিয়ানভুক্ত দেশগুলোর সহযোগিতা চাওয়া হবে। পাশাপাশি শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সুষ্ঠু ব্যবহার, কৃষি এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা হবে।
এ সফরে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গেও মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।
এসআর
মন্তব্য করুন: