[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

ড্যাব নির্বাচনে ‘ডা. হারুন-ডা. শাকিল’ পরিষদের পূর্ণ প্যানেলে জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫ ১:২৪ এএম

সংগৃহীত ছবি

বিএনপিপন্থি চিকিৎসকদের অন্যতম সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ‘ডা. হারুন-ডা. শাকিল’ পরিষদ প্রতিদ্বন্দ্বী ‘ডা. আজিজ-ডা. শাকুর’ পরিষদকে হারিয়ে পূর্ণ প্যানেলে জয় পেয়েছে।

শনিবার রাতের ভোটগণনা শেষে এই ফল ঘোষণা করা হয়।৩ হাজার ১৩১ ভোটারের মধ্যে ২ হাজার ৬০০ চিকিৎসক ভোটাধিকার প্রয়োগ করেন।

ফলাফলে সভাপতি হয়েছেন ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট ও হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং মহাসচিব হয়েছেন জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সহকারী অধ্যাপক অধ্যাপক ডা. জহিরুল ইসলাম শাকিল।

এ ছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন জাতীয় অর্থপেডিক হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. আবুল কেনান, কোষাধ্যক্ষ হয়েছেন জনস্বাস্থ্য ও পুষ্টিবিদ ডা. মো. মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন অর্থপেডিক সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান দিপু।

রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর