[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

বিচারকাজে বাধা দিতেই শেখ হাসিনার হুমকি: ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫ ১১:৩৭ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাইবান্ধার শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে দেওয়া সাজার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে।

রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, বিচারকাজে বাধা ও ভুক্তভোগী, সাক্ষী ও তদন্ত কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে শেখ হাসিনা বিভিন্ন হুমকি ও বক্তব্য দিয়েছেন।

রায় প্রকাশের বিষয়টি নিশ্চিত করে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম জানান, ‘হেইট স্পিচ’ ছড়ানো অব্যাহত থাকলে শেখ হাসিনার বিরুদ্ধে আবারও আদালত অবমাননার মামলা হতে পারে। তিনি উল্লেখ করেন, সিআইডির ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়েছে যে, শেখ হাসিনার কণ্ঠে প্রচারিত “২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি” বক্তব্যের অডিওটি আসল।

গত ২ জুলাই বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

কয়েক মাস আগে উক্ত অডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর প্রসিকিউশন আদালত অবমাননার মামলা দায়ের করে, যা শুনানি শেষে রায় ঘোষণা করা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর