সরকারের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, "অন্তর্বর্তী সরকারের সবাই সৎ নন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২টা বাজিয়ে গেছেন, আর এই অন্তর্বর্তী সরকার ২৪টা বাজিয়ে দিয়েছে।
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা দক্ষিণ মহানগরের আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, যেসব দল এখনও পূর্ণাঙ্গ রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠেনি, তারা দেশ পরিচালনাকে অ্যাডভেঞ্চার মনে করছে। কিন্তু দেশ চালানো কোনো অ্যাডভেঞ্চার নয়।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের ১৭-১৮ বছরের শাসন, শোষণ, গুম ও খুন দেশের মানুষ ১৭০০ বছরেও ভুলতে পারবে না। কিছু দল পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন ঠেকাতে চাচ্ছে, যা অতীতে কখনও বলেনি। নতুন প্রজন্ম ভোটাধিকার ব্যবহার করতেই শেখেনি—এ অবস্থায় এই পদ্ধতি এনে অচলাবস্থা সৃষ্টি করতে চাইছে।
ভারতের প্ররোচনা ও পৃষ্ঠপোষকতায় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে দাবি করে তিনি বলেন, কিছু দল নির্বাচন ঠেকাতে চায় কারণ তারা মনে করে, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় যাবে। অথচ জনগণ নির্বাচিত সরকার চায়।
বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে অভিযোগ করে মির্জা আব্বাস বলেন, গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে এমন দলের লোক জড়িত, যারা এখনও পূর্ণাঙ্গ দল হয়ে ওঠেনি।
গত বছরের জুলাই-আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর বিচার জরুরি ভিত্তিতে হওয়া উচিত এবং বিচার ও নির্বাচন পাশাপাশি চলতে হবে।
তিনি আকাশ সংস্কৃতির নিয়ন্ত্রণের দাবি জানিয়ে বলেন, বিদেশি চ্যানেল দেখানোর আগে দেশি চ্যানেল প্রদর্শন নিশ্চিত করতে হবে। বিদেশে বন্ধু থাকতে পারে, প্রভু নয়।
সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপির আন্দোলনে আহতদের খোঁজখবর সরকার নেয়নি দাবি করে তিনি আশ্বাস দেন, ক্ষমতায় এলে শহীদদের যথাযথ মর্যাদা ও আহতদের জন্য ব্যবস্থা করা হবে।
সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আজিজ।
উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম, জনশক্তি বিষয়ক সম্পাদক এম এ মালেক, জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হেলাল উদ্দীন, শহীদ মিরাজের বাবা আব্দুর রব মিয়া প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন জাসাসের শিল্পীরা।
এসআর
মন্তব্য করুন: