[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

নির্বাচনে অংশ নেওয়ায় দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন চুন্নু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ আগষ্ট ২০২৫ ৩:৩৭ পিএম

সংগৃহীত ছবি

দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের কারণে দেশবাসীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব মুজিবুর রহমান চুন্নু।

তিনি বলেন, “নির্বাচনে অংশ নিয়ে কোনো বেআইনি কাজ করিনি। তবে যদি নৈতিকভাবে কোনো ভুল বা ভ্রান্তি হয়ে থাকে, দলের পক্ষ থেকে আমরা ক্ষমা প্রার্থনা করছি।”

শনিবার (৯ আগস্ট) রাজধানীর ইমানুয়েল পার্টি সেন্টারে অনুষ্ঠিত জাতীয় পার্টির ১০তম জাতীয় কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

চুন্নু বলেন, “আমরা বিগত সময়ে বহু নির্বাচনে অংশ নিয়েছি। অনেক সময় আমাদের বিভিন্ন দলের সহযোগী বা স্বৈরাচার সহযোগী বলে সমালোচনা করা হয়।

আমি প্রায় চার বছর মহাসচিবের দায়িত্বে থেকে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করেছি। সিদ্ধান্তগুলো সব সময় সঠিক ছিল কিনা—সে প্রশ্ন থাকতে পারে। ভুলভ্রান্তি হয়ে থাকলেও আমরা তা স্বীকার করছি।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি শান্তিপূর্ণভাবে রাজনীতি করতে চায়। আমরা আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে দেশের মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।

আইন ও নিয়ম মেনে আমরা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাব এবং অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করছি।”

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর