[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

অবৈধ সরকারের অধীনে নির্বাচন বৈধ নয় : ফরহাদ মজহার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ আগষ্ট ২০২৫ ৩:১১ পিএম

সংগৃহীত ছবি

লেখক ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, অবৈধ সরকারের অধীনে অনুষ্ঠিত কোনো নির্বাচন বৈধ হতে পারে না।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ লেখায় তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, ২০২৪ সালের অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের এক বছর পরও জনগণের প্রত্যাশিত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পরিবর্তে পুরনো সংবিধান ও ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা অক্ষুণ্ণ রেখে নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে লুটেরা ও মাফিয়া গোষ্ঠীর হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ফরহাদ মজহার উল্লেখ করেন, গণ-অভ্যুত্থানের পর শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্টকে বহাল রেখে সেনা-সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়, যা আইনি বা রাজনৈতিকভাবে বৈধ নয়। তার মতে, শেখ হাসিনার সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকারের কোনো বিধান নেই এবং এ সরকারের একমাত্র বৈধতা হতে পারত জনগণের সার্বভৌম ক্ষমতা—যা নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৮ আগস্ট গঠিত সেনা-সমর্থিত উপদেষ্টা সরকার আসলে গণ-অভ্যুত্থানের বিরুদ্ধে একটি সাংবিধানিক ‘প্রতিবিপ্লব’। এতে ভূরাজনৈতিক হস্তক্ষেপও ছিল, যা আন্তর্জাতিক বিশ্লেষকদের মন্তব্যে প্রতিফলিত হয়েছে।

তার মতে, শেখ হাসিনার সংবিধান বাতিল করে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন, গণপরিষদ নির্বাচন আয়োজন এবং নতুন গঠনতন্ত্র প্রণয়ন ছাড়া ড. ইউনূসের সামনে কোনো পথ খোলা নেই। অন্যথায়, লুটেরা ও মাফিয়া গোষ্ঠীর সঙ্গে সমঝোতা তাকে ভবিষ্যতে রক্ষা করবে না।

ফরহাদ মজহার সতর্ক করে বলেন, নতুন সংবিধান ও নির্বাচন বিধিমালা প্রণয়ন ছাড়া অনুষ্ঠিত সব নির্বাচনই অবৈধ হবে, আর শেখ হাসিনার সংবিধানের অধীনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর নিবন্ধনও অবৈধ।

দ্রুত পরিবর্তনশীল ভূরাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর