[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

সমুদ্রসৈকতে দাঁড়িয়ে জরুরি বার্তা দিলেন সারজিস আলম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫ ৮:৩১ পিএম

সংগৃহীত ছবি

নানা জল্পনা-কল্পনা ও রাজনৈতিক গুঞ্জনের মধ্যেই কক্সবাজার সমুদ্রসৈকত থেকে ফেসবুক লাইভে এসে জরুরি বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

বুধবার (৬ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারে যুক্ত হয়ে তিনি দেশের সমুদ্রসম্পদ, ব্লু ইকোনমি এবং জলবায়ু সহিষ্ণুতা নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

সারজিস বলেন,

“এনসিপি দেশের মানুষের জন্য ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে। এর ২১তম দফায় রয়েছে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নদী ও সমুদ্র রক্ষার অঙ্গীকার। সমুদ্র আমাদের ল্যান্ড বেইসের সমান আয়তনের, যা এক বিশাল সম্ভাবনার ভান্ডার।”

তিনি বলেন,

“এখন প্রশ্ন হচ্ছে, আমরা কীভাবে এই ব্লু এরিয়াকে ব্লু ইকোনমিতে রূপান্তর করতে পারি? কীভাবে জীববৈচিত্র্য সংরক্ষণ করব, উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবনধারা নিশ্চিত করব? গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে বহু মানুষ ভূমিহীন হয়ে পড়ার ঝুঁকিতে রয়েছে।”

সারজিস আলম মনে করেন, এসব ঝুঁকি মোকাবিলায় পূর্বাভাস ও প্রস্তুতির জন্য সরকারের দায়বদ্ধতা রয়েছে।
তিনি বলেন,

“যাতে মানুষ আগেই সতর্ক হতে পারে, ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায়। পাশাপাশি সমুদ্রসম্পদ যেন টেকসইভাবে আহরণ করা হয় এবং এই অঞ্চলকে জাতীয় সম্পদে রূপান্তর করা যায়, তা নিশ্চিত করাও জরুরি।”

এর আগে, মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (ইএ-৪৩৩) ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান সারজিস আলমসহ এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতা। পরে মাইক্রোবাসে করে তারা সরাসরি ইনানী এলাকায় যান।

এই সফরে সারজিস আলমের সঙ্গে ছিলেন—

  • মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ
  • মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
  • জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা
  • ও তার স্বামী, এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

তবে এই সফরের সময়টিই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ একই দিনে ঢাকায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস'-এর প্রথম বার্ষিকী পালন করে অন্তর্বর্তী সরকার। অথচ সেই আন্দোলনের নেতৃত্বে থাকা এনসিপির এই পাঁচ নেতা সেখানে অনুপস্থিত থাকায় রাজনৈতিক মহলে নানা প্রশ্ন ও গুঞ্জন তৈরি হয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে তাদের গোপন বৈঠক হয়েছে। যদিও এনসিপির পক্ষ থেকে এই দাবি ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে।

 

এদিকে, বুধবার বিকেলে এনসিপির দপ্তর শাখার যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দীন সিফাত স্বাক্ষরিত পৃথক চিঠিতে দলের রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে কক্সবাজার সফর করায় ওই পাঁচ নেতার বিরুদ্ধে ‘কারণ দর্শানোর নোটিশ’ জারি করা হয়। তাদের ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর