জাতীয় স্বার্থ ও গণতন্ত্রের প্রশ্নে রাজনৈতিক মতভেদ ভুলে সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ আহ্বান জানান তিনি। বিজয় র্যালি শুরুর আগে বক্তব্য দেন তিনি।
তারেক রহমান বলেন, “রাজনৈতিক ইস্যুতে মতপার্থক্য থাকবেই। কিন্তু তা যেন মুখ দেখাদেখি বন্ধ হওয়ার পর্যায়ে না পৌঁছে। গণতন্ত্র ও জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কারণ, রাষ্ট্র সবার, মত যার যার।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকদের আরও সচেতন হতে হবে।
নিরাপদ বাংলাদেশ গড়তে এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। ফ্যাসিবাদের সময়ে আমরা নিরাপদ ছিলাম না, আমাদের সন্তানেরাও ছিল না। সেদিন ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, দেশ পরিণত হয়েছিল বন্দিশালায়।”
তারেক রহমান মনে করেন, “চব্বিশের আন্দোলনের মাধ্যমে যে সম্ভাবনা তৈরি হয়েছে, তা কাজে লাগিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে জনগণকে ক্ষমতায়ন করা গেলে ভবিষ্যতে কেউ আর ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।”
বিজয় র্যালির তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, “ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়ে আমরা আজ আলোর পথে যাত্রা শুরু করেছি। এই বিজয় গণতন্ত্র ও জনগণের।
এসআর
মন্তব্য করুন: