[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

নির্বাচনের আগে সরকারের কাছে তিনটি বিষয় নিশ্চিত করতে চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ আগষ্ট ২০২৫ ৩:৪৬ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে সরকারের কাছে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিশ্চয়তা চায় দলটি সংস্কার ও বিচার কার্যকর, প্রশাসনের নিরপেক্ষতা এবং ‘লেভেল প্লেয়িং ফিল্ড’।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব দাবি তুলে ধরেন।

তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্রে শহীদদের জাতীয় বীরের স্বীকৃতি এবং আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দেওয়া হলেও, পুরো ঘোষণাটি এখনো পরিপূর্ণ নয়। এতে ১৯৪৭ সালের আন্দোলন, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর, কোটা সংস্কার, নিরাপদ সড়ক আন্দোলন, আবরার হত্যাকাণ্ড ও মোদিবিরোধী আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর উল্লেখ নেই।”

আখতার অভিযোগ করেন, সরকার এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এখনো জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রকৃত সংখ্যা নির্ধারণে ব্যর্থ। “ঘোষণাপত্রে বলা হয়েছে ‘প্রায় এক হাজার’, অথচ জাতিসংঘের তথ্যমতে এই সংখ্যা এক হাজার ৪০০ জনের বেশি,” বলেন তিনি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর