মুক্তিযুদ্ধের ইতিহাস রক্ষা ও মুক্তিযোদ্ধাদের সম্মান সংরক্ষণের লক্ষ্যে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করেছে।
বীর মুক্তিযোদ্ধা, নতুন প্রজন্ম ও ছাত্র-জনতার সমন্বয়ে গঠিত এ প্ল্যাটফর্মটির নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ (বীর প্রতীক) এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডআই খান পান্না।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘মঞ্চ ৭১’ জানায়, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে তারা একজোট হয়েছে।
বিজ্ঞপ্তিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়, যার মধ্যে অন্যতম হলো জুলাই ঘোষণাপত্রে মুক্তিযুদ্ধবিরোধী কোনো বক্তব্য না রাখা, মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনা বিকৃতির সব প্রচেষ্টা রোধ এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ব্যবস্থা গ্রহণ।
‘মঞ্চ ৭১’-এর ভাষ্যমতে, আগস্ট অভ্যুত্থানের পর বিভিন্ন ঘোষণাপত্র ও বক্তব্যে মুক্তিযুদ্ধকে হেয় করার অপচেষ্টা চলছে, যা জাতিকে গভীরভাবে আঘাত করছে। বীর মুক্তিযোদ্ধারা এতে মর্মাহত ও ক্ষুব্ধ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনো রাজনৈতিক দলের পক্ষ-বিপক্ষে নয়, এ আন্দোলন দেশের স্বাধীনতা ও ইতিহাস রক্ষায় নিবেদিত। প্রয়োজনে রাজধানীতে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
‘মঞ্চ ৭১’-এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ বলেন, “আমাদের এ উদ্যোগ কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রসূত নয়। এটি ইতিহাস, স্বাধীনতা ও শহীদদের আত্মত্যাগের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে। দেশব্যাপী মুক্তিযোদ্ধা ও যোদ্ধাকমান্ডারদের একত্রিত করার চেষ্টা চলছে।
এসআর
মন্তব্য করুন: