[email protected] মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
৪ ভাদ্র ১৪৩২

৫ আগস্ট হোক গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার দিন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫ ৬:০১ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট হোক গণতন্ত্র, সুশাসন ও জনগণের ক্ষমতায়নের প্রতীকী দিন।

জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, ৫ আগস্ট বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষের জন্য একটি বিজয়ের দিন, যেদিন দেশ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়। এদিনকে সরকারি ছুটি হিসেবে পালনের কথাও জানান তিনি।

তিনি বলেন, “বিগত দেড় দশক ছিল গুম, খুন, অপহরণ, মামলা-হামলা আর দমন-পীড়নের যুগ। ‘আয়নাঘর’ নামের গোপন বন্দিশালায় বহু মানুষ নিখোঁজ হন। সাবেক এমপি ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলম সেই নিখোঁজদের মধ্যে অন্যতম।”

তারেক রহমান আরও বলেন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সব সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল অকার্যকর, আর নির্বাচন ছিল প্রহসন। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের চক্রান্ত চলছিল এবং অর্থনীতি বিপর্যস্ত করে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছিল।

তিনি দাবি করেন, ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের জনগণ রাজপথে নেমে জুলাই-আগস্টে গণ-অভ্যুত্থান ঘটায়, যাতে হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হন এবং ৩০ হাজারের বেশি আহত হন। তিনি এ আন্দোলনকে ’৭১-এর মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

তারেক রহমান বলেন, জনগণের সরাসরি ভোটে দায়বদ্ধ সরকার গঠনের মাধ্যমেই শহীদদের ঋণ শোধ করা সম্ভব। তিনি একটি ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান।

বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে ফ্যাসিবাদী শাসনের তুলনাকে ‘চরম বিভ্রান্তিকর’ বলে মন্তব্য করে তিনি বলেন, ৫ আগস্টের ঘটনার মতো পালিয়ে যাওয়া ঘটনা বিশ্ব ইতিহাসেও বিরল।

তারেক রহমান প্রত্যয় ব্যক্ত করেন, “বাংলাদেশে আর কখনও ফ্যাসিবাদ ফিরে আসবে না। গণতন্ত্র হত্যা করা যাবে না এবং দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হতে দেওয়া হবে না।”

তিনি সব রাজনৈতিক দলকে গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং জনগণের আদালতে নিজ নিজ কর্মসূচি তুলে ধরার আহ্বান জানান।

শেষে তিনি দেশবাসীকে মব ভায়োলেন্স ও নারীর প্রতি সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, “চলুন, ‘মায়ের চোখে বাংলাদেশ’ গড়ি—যেখানে সবাই নিরাপদ থাকবে, দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে।”

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যান। দিনটিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে বর্তমান অন্তর্বর্তী সরকার। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর