[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান বর্জনের ঘোষণা হান্নান মাসউদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫ ৩:৪৬ এএম

সংগৃহীত ছবি

জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

সোমবার (৪ আগস্ট) রাত ২টার দিকে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।

পোস্টে তিনি লেখেন, ‘আগামীকাল (৫ আগস্ট) অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়েছি। তবে শুনেছি, ১৫৮ জন সমন্বয়ক ও সহ-সমন্বয়ককে দাওয়াত দেওয়া হয়নি। শহীদ পরিবারগুলোর জন্যও হয়তো পর্যাপ্ত জায়গা রাখা হয়নি। যারা জীবন বাজি রেখে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, তাদের অবমূল্যায়ন দুঃখজনক।’

তিনি আরও লেখেন, ‘যতক্ষণ পর্যন্ত শহীদ পরিবার এবং আমার সহযোদ্ধাদের সম্মান নিশ্চিত না হবে, আমি এই অনুষ্ঠানে অংশ নিচ্ছি না।’ শেষে তিনি যুক্ত করেন, ‘#Loud_And_Clear’

অন্যদিকে, জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নিচ্ছে বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির পাঁচ সদস্য অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এই পাঁচ নেতা হলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমদ।

সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয় বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। রাত সাড়ে ৮টায় শুরু হয়ে তা রাত সাড়ে ১০টায় শেষ হয়। ভার্চুয়ালি এতে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন তারেক রহমান। তিনি বলেন, “উন্নয়ন, কর্মসংস্থান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বিএনপির রাজনীতির মূল লক্ষ্য। জনগণের রায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দ্রুত তা বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও জানান, পরিবেশ রক্ষায় আগামী পাঁচ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে বিএনপির। শহীদ পরিবার ও আন্দোলনের কর্মীদের ত্যাগকেও স্মরণ করেন তিনি। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর