[email protected] বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
১৩ ভাদ্র ১৪৩২

“ষড়যন্ত্র চলছে, যেন গণতন্ত্রের উত্তরণ না হয়” — মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ আগষ্ট ২০২৫ ৮:১১ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে গণতন্ত্রের স্বাভাবিক উত্তরণ ব্যাহত করতে ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ আগস্ট) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়’ শীর্ষক যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

মির্জা ফখরুল বলেন, “আমরা গত ১৭ বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে, পরবর্তীতে তারেক রহমানের নেতৃত্বে এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। কিন্তু এখন দেশকে আবার অস্থিরতার দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, যাতে করে গণতন্ত্রের উত্তরণ বাধাগ্রস্ত হয়।”

তিনি আরও বলেন, “হাসিনা সরকারের নিপীড়ন-নির্যাতনের মধ্য দিয়ে আমরা একটি দুঃসময় অতিক্রম করেছি। এখন একটি ট্রানজিশন পিরিয়ডে আছি—এ সময় গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো: ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি এবং ভেঙে পড়া রাজনৈতিক কাঠামোকে পুনর্গঠন করা।”

বিএনপি মহাসচিব বলেন, “ইতিহাস সাক্ষী, যখনই দেশ গভীর সংকটে পড়েছে, তখন বিএনপি দায়িত্ব নিয়ে পুনর্গঠনের নেতৃত্ব দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে আবারও সেই দায়ভার বিএনপিকেই নিতে হতে পারে। সেই চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হবে।”

সমাবেশে তিনি সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি না করে আসুন, আমরা সম্মিলিতভাবে কাজ করি। এই দেশকে আবার গণতান্ত্রিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী করে গড়ে তুলি। মাথা উঁচু করে দাঁড়াই, সফল হবো।”

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর