[email protected] মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫
২৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে মতবিনিময়

গোপনে ভিডিও, এলডিপি প্রেসিডিয়াম সদস্য বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৪ ৪:৪০ এএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়ের সময় গোপনে ভিডিও ধারণ করায় দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এলডিপি।

শনিবার (৩১ আগস্ট) রাতে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলডিপি’র দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শনিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন।

আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব রেদোয়ান আহমেদের বক্তব্য নেয়ামুল বশির ভিডিও রেকর্ড করেন, যাহা গর্হিত অপরাধ।

তার এই অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়াও কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।’

 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর