গাজীপুরে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি হওয়ায় জেলার জন্য একটি নতুন সংসদীয় আসনের প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের (ইসি) সীমানা নির্ধারণ কারিগরি কমিটি।
অন্যদিকে, comparatively কম ভোটারের কারণে বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে এসব তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, “যেসব আসনে সবচেয়ে বেশি ভোটার, সেখানে একটি অতিরিক্ত আসনের প্রস্তাব এসেছে। আর যেসব আসনে ভোটার কম, সেখান থেকে একটি আসন কমানোর সুপারিশ করেছে কারিগরি কমিটি।”
ইসি আনোয়ারুল ইসলাম জানান, সারা দেশে মোট ৩৯টি আসনের সীমানায় পরিবর্তন আসছে। এ বিষয়ে দাবি ও আপত্তি গ্রহণ করা হবে আগামী ১০ আগস্ট পর্যন্ত।
সীমানা পুনঃনির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, সংবিধানের ১১৯ থেকে ১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনে আসন বিন্যাসের দায়িত্ব কমিশনের।
এ জন্য একটি বিশেষজ্ঞ টিম গঠন করা হয় এবং ২০২২ সালের জনশুমারির তথ্যসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে গেজেট প্রকাশের অনুমতি ইতোমধ্যে দেওয়া হয়েছে, যা আগামীকাল প্রকাশ হতে পারে।
কমিশনার আরও জানান, গত ১৬ জুলাই নয় সদস্যের একটি কারিগরি কমিটি গঠন করে ইসি, যারা ভোটার সংখ্যা অনুযায়ী আসনের গ্রেডিং করেছেন।
যেসব জেলা ১, ২ বা ৩টি আসনবিশিষ্ট, সেগুলোর সীমানা ভাঙার সুযোগ না থাকায় সেখানে পরিবর্তন আনা হয়নি।
এছাড়া প্রায় ২৫০টি আসনের ব্যাপারে কোনো আবেদন না থাকায় সেগুলোতেও পরিবর্তন করা হয়নি।
এসআর
মন্তব্য করুন: