প্রকাশিত:
                                        ৩০ জুলাই ২০২৫ ২:৪০ এএম  
                                        
                                       
                                    
 
                                                                        চট্টগ্রামের রাউজানে দলের অভ্যন্তরীণ সংঘর্ষের পর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন।
চিঠিতে জানানো হয়, “চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।” একইসঙ্গে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদও স্থগিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালের ২২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে ৪৪ সদস্যের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটিতে শুরুতে কাউকে যুগ্ম আহ্বায়ক রাখা হয়নি। পরবর্তীতে কেন্দ্রীয় সিদ্ধান্তে সদস্যদের মধ্য থেকে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে যুক্ত করা হয়, ফলে কমিটির সদস্য সংখ্যা দাঁড়ায় ৫৩ জনে।
তবে প্রায় সাড়ে চার বছরেও পূর্ণাঙ্গ কমিটি গঠন না হওয়া, অভ্যন্তরীণ কোন্দল এবং সাংগঠনিক স্থবিরতার কারণে এই কমিটি নিয়ে বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল।
রাউজানের সাম্প্রতিক সংঘর্ষকে কেন্দ্র করে এ কমিটির উপর নতুন করে প্রশ্ন উঠলে কেন্দ্রীয় বিএনপি আহ্বায়ক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: