[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জুলাই ২০২৫ ৭:৫৩ পিএম

সংগৃহীত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের অন্যান্য সব আঞ্চলিক ও সাংগঠনিক কমিটির কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) রাজধানীর শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাবেক সমন্বয়ক রিফাত রশিদ এ ঘোষণা দেন।

তিনি বলেন, "গতকালসহ বিগত কিছুদিন ধরে আমরা লক্ষ্য করছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে বিভিন্ন অপকর্ম চালানোর চেষ্টা করা হচ্ছে। সংগঠনের আত্মপ্রকাশের দিনই আমরা সতর্ক করেছিলাম—এ ধরনের আচরণ সহ্য করা হবে না। কিন্তু দুঃখজনকভাবে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ে এমন কর্মকাণ্ড চলছেই, এবং দেখা যাচ্ছে, জুলাই যোদ্ধাদের কেউ কেউও বিপথগামী হয়ে পড়ছে।"

তিনি আরও জানান, "বর্তমানে সারাদেশে সংগঠনের কার্যক্রম সরাসরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে। তাই জরুরি অর্গানোগ্রাম সভায় উপস্থিত চারজন কেন্দ্রীয় প্রতিনিধি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন—কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সকল কমিটির কার্যক্রম আজ (২৭ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হলো।"

আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে রিফাত রশিদ বলেন, "সংগঠনের ব্যানার ব্যবহার করে কেউ যদি কোনো অপকর্ম করার চেষ্টা করে, তাহলে আমরা আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করছি। প্রয়োজনে আমাদের পক্ষ থেকেও সহযোগিতা করা হবে।"

তিনি আরও জানান, সংগঠনটি আগামীতে কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর