 
                                                                        রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে চাঁদা দাবি করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় গিয়ে চাঁদা দাবি করার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ
আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী বলে জানা গেছে। সংগঠনের শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
শনিবার (২৬ জুলাই) রাতে গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, গুলশানের ৮৩ নম্বর রোডের একটি বাসায় সমন্বয়ক পরিচয়ে গিয়ে ওই পাঁচজন চাঁদা দাবি করেন।
বাসার লোকজন বিষয়টি থানায় অবহিত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন—মো. সাকাদাউন সিয়াম (২২), সাদমান সাদাব (২১), মো. আমিনুল ইসলাম (১৩), ইব্রাহীম হোসেন মুন্না (২৪) এবং আব্দুর রাজ্জাক রিয়াদ (২৫)।
ঘটনার পর রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাবকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংগঠনিক নীতিমালার পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃতদের সঙ্গে সংগঠনের কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।
সংগঠনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: