[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

অদক্ষ সরকার দিয়ে কোনো রকমে চলেছে ১০ মাস: আসাদুজ্জামান রিপন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ১০:৫০ এএম
আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১০:৫১ এএম

সংগৃহীত ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘অদক্ষ সরকার দিয়ে দেশে কোনো উন্নয়ন সম্ভব নয়।

এই সরকার গত ১০ মাস কোনো রকমে টিকেছে, কিন্তু ভবিষ্যতের জন্য এটি বড় হুমকি হয়ে দাঁড়াবে।’

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কবুতরখোলা বাজারে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভাটি জুলাই মাসের শহীদদের স্মরণে দোয়া মাহফিল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আয়োজন করা হয়।

ড. রিপন বলেন, ‘একটি মহল তারেক রহমানকে বিতর্কিত করতে মরিয়া হয়ে উঠেছে। তাদের মূল উদ্দেশ্য হলো নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করা। কিন্তু নির্বাচন বিলম্বিত হলে দেশের ভবিষ্যৎ ক্ষতির মুখে পড়বে।’

তিনি আরও বলেন, ‘যারা বলে, আগে বিচার হবে পরে নির্বাচন, তারা দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করছে। শেখ হাসিনার সময়কালের বিভিন্ন ঘটনায় বিচার হতে পারে, কিন্তু সেটিকে কেন্দ্র করে নির্বাচন বন্ধ রাখা ঠিক নয়।'

বিএনপির এই নেতা আরও বলেন, ‘দেশের জন্য এখন একটি দক্ষ ও নির্বাচিত সরকার জরুরি, যারা আইনশৃঙ্খলা রক্ষা করবে এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। বর্তমান সরকারের উচিত হবে উপদেষ্টা পরিষদে দ্রুত পরিবর্তন আনা এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের পথ সুগম করা।’

সভায় সভাপতিত্ব করেন মেদিনীমন্ডল ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন—জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হাসান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শেখ সোলায়মান তবু, এবং লৌহজং থানা যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন নসু প্রমুখ।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর