[email protected] সোমবার, ২৮ জুলাই ২০২৫
১৩ শ্রাবণ ১৪৩২

নুরের অভিযোগ: সরকারপুষ্ট দল হিসেবে চলছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ জুলাই ২০২৫ ১:১৮ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় পরিচালিত হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূর।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ‘গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা ও রাষ্ট্র সংস্কার’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, “মাইলস্টোন ট্র্যাজেডি এবং পরবর্তী ঘটনাবলীর সুষ্ঠু, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জাতির সামনে আনা উচিত। এ বিষয়ে সরকারের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশিত।”

তিনি আরও বলেন, “যদি সচিবালয়ের মতো উচ্চ-সুরক্ষিত এলাকায় সরকার নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়, তবে অন্তর্বর্তী সরকারের পক্ষে ১৮ কোটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হবে।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগকে স্থায়ীভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা সময়ের দাবি হয়ে উঠেছে। সরকার যদি নিরপেক্ষ আচরণ নিশ্চিত করতে না পারে, তবে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে নিরপেক্ষ সরকারের প্রয়োজন দেখা দিতে পারে।”

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণ-অধিকার পরিষদের সভাপতি ফয়েজ উল্লাহ।

আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান, মঞ্জুর মোরশেদ মামুনসহ অন্যান্য নেতারা। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর