জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “আমরা কোনো চাঁদাবাজ বা টেন্ডারবাজদের দল নই- আমরা এসেছি সংকটের ভেতর থেকে, ফ্যাসিবাদের কবর রচনা করে।
আমাদের লক্ষ্য একটাই একটি নতুন বাংলাদেশ গড়া।
শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সিলেটে অনুষ্ঠিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।
হাসনাত আরও বলেন, “এই দেশ এতদিন ছিল ধনিক শ্রেণির দখলে—বসুন্ধরা গ্রুপ, প্রশাসন এবং আর্মির। সাধারণ জনগণের হাতেই ক্ষমতা কখনও ছিল না। এনসিপি সে অসমাপ্ত কাজ শেষ করতে চায়। আমরা জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি—ক্ষমতা পেলে তা জনগণের হাতেই তুলে দেব।”
সিলেটবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংকট এখনো কাটেনি। একটি মহল আওয়ামী লীগের হয়ে মাঠে সক্রিয় হতে চাইছে। তাদের প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। যারা আওয়ামী লীগের দালালি করে, মিডিয়া চালায় বা নেপথ্যে কাজ করছে—তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আওয়ামী লীগকে আর জনগণের ওপর চেপে বসতে দেব না।”
সমাবেশে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, “বাংলাদেশের সিংহভাগ প্রবাসী সিলেট অঞ্চলের বাসিন্দা। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির প্রাণ।
সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার কথা বললেও তা বাস্তবে দেখা যাচ্ছে না। আজ সিলেট থেকে আমরা সরকারের প্রতি আহ্বান জানাই—প্রবাসীদের ভোটাধিকার অবিলম্বে নিশ্চিত করতে হবে।”
চাঁদাবাজি ও অপরাধ কর্মকাণ্ডের প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলেন আমরা বিএনপিবিরোধী, কিন্তু আমরা বিএনপির নয়- না জিয়াউর রহমান, না খালেদা জিয়ার, না তারেক রহমানের বিরোধী। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই—নতুন বাংলাদেশে চাঁদাবাজ, সন্ত্রাসবাদী ও সিন্ডিকেটের কোনো স্থান থাকবে না।”
ভবিষ্যতে রাজনৈতিক ঐক্য প্রসঙ্গে তিনি বলেন, “যারা আমাদের সঙ্গে ঐক্যে আসতে চান, তাদের একটি শর্ত মানতেই হবে—তাদের রাজনীতি হতে হবে চাঁদাবাজি, সন্ত্রাস ও সিন্ডিকেটবিহীন। আমাদের রাজনীতি হতে হবে শুধুই জনগণের জন্য।
এসআর
মন্তব্য করুন: