আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।
আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার টাঙিয়ে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে।
প্রায় এক বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা ১০ তলা ভবনটি বুধবার (২৩ জুলাই) থেকে পরিষ্কার করা শুরু হয়।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ভবনের তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া, ধুলাবালি ও আবর্জনা সরানো হচ্ছে। এর আগে দোতলার ময়লা অপসারণ করা হয়। গতকাল সকাল থেকে নিচতলায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়।
১০ থেকে ১২ জন ব্যক্তি ভবনের প্রতিটি তলায় পরিষ্কারের কাজ করছেন। তারা জানিয়েছেন, পুরো ভবনটি পর্যায়ক্রমে পরিষ্কার করবেন। ভবনের সামনের অংশে কয়েকজনকে প্লাস্টিকের চেয়ারে বসে থাকতে দেখা গেছে।
ভবনের সামনের ব্যানার ও উপস্থিত ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে সাংবাদিকদের তারা জানান, ভবনটি পরিচ্ছন্ন করার পর এটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হবে।
তাদের দাবি, ভবনটির বিভিন্ন তলায় আহত আন্দোলনকারীদের অফিস, শহীদ পরিবারের অফিস ও গবেষণা কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করা হবে। তবে ভবনের ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত ছাত্র-জনতাই নেবে বলে জানিয়েছেন তারা।
ভবনের মালিকানা কিংবা সেখানে অবস্থানকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কেউ নাম-পরিচয় প্রকাশে রাজি হননি।
একইভাবে ‘আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট’ নামে ব্যানারের পেছনে কারা আছেন, প্রতিষ্ঠানটির প্রকৃত পরিচয় কী—সে সম্পর্কেও কিছু জানাতে তারা অস্বীকৃতি জানান।
উল্লেখ্য, গুলিস্তান এলাকায় আওয়ামী লীগের এই ১০ তলা কেন্দ্রীয় কার্যালয়টি ২০১৮ সালের ২৩ জুন উদ্বোধন করেন দলের সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনটি দলীয় কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার হতো।
গত বছরের ৫ আগস্ট সরকারবিরোধী আন্দোলনের সময় ভবনটিতে আগুন লাগে বলে অভিযোগ রয়েছে। পরে সেখানে লুটপাটও হয়। এরপর থেকে ভবনটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
সূত্র - কালের কন্ঠ।
এসআর
মন্তব্য করুন: