[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

পিআর পদ্ধতিতে নির্বাচন উপযোগী নয়: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জুলাই ২০২৫ ১:৪৮ এএম

সংগৃহীত ছবি

সংখ্যানুপাতিক (পিআর) নির্বাচন পদ্ধতি বাংলাদেশের জন্য উপযোগী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘দেশের জনগণের ঐক্য চাইলে এই পদ্ধতি চালু করা উচিত হবে না। এতে জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে।’

সোমবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বক্তব্য দেন।

তারেক রহমান বলেন, ‘কয়েকটি রাজনৈতিক দল হঠাৎ করেই পিআর পদ্ধতির দাবিতে সোচ্চার হয়েছে। তবে এই ব্যবস্থার মাধ্যমে রাজনীতিতে বিচ্ছিন্নতাবাদ, ফ্যাসিবাদ ও চরমপন্থার পথ খুলে যাবে। এতে সমাজে বিভ্রান্তি তৈরি হবে এবং রাষ্ট্র অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এমনকি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বও হুমকির মুখে পড়তে পারে।’

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে বন্দুক রেখে যারা নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তারাই নির্বাচন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে। এসব অপচেষ্টা জনগণও দেখতে পাচ্ছে।’

সভায় ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে পেশাজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। এতে শহীদ পরিবার ও নির্যাতনের শিকার পেশাজীবীদের সম্মাননা দেওয়া হয়।

একইসঙ্গে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে পেশাজীবী’ শীর্ষক স্মরণিকার মোড়ক উন্মোচন এবং একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

বক্তব্যের শুরুতে উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন তারেক রহমান। তিনি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিহতদের পরিবার এবং আহতদের পাশে দাঁড়াতে আহ্বান জানান। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর