[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা - আদালতে ব্যারিস্টার সুমন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুলাই ২০২৫ ৪:২২ পিএম
আপডেট: ২১ জুলাই ২০২৫ ৪:৩০ পিএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক একটি হত্যাচেষ্টা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক জি এম ফারহান ইশতিয়াক পুলিশের আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

ব্যারিস্টার সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন বিষয়টি নিশ্চিত করেন।

সকাল ১০টা ৮ মিনিটে কড়া পুলিশি নিরাপত্তায় তাকে আদালতের হাজতখানা থেকে এজলাসে হাজির করা হয়।

এরপর শুনানি শেষে তাকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন গ্রহণ করে আদালত। শুনানি শেষে তাকে পুনরায় হাজতখানায় পাঠানো হয়।

আদালতে তোলার সময় ব্যারিস্টার সুমন বলেন,
“দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা।

দেশটাকে রক্ষা করুন। নতুন প্রজন্মের সঙ্গে প্রতারণা করা হচ্ছে — ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর