[email protected] শনিবার, ১০ জানুয়ারি ২০২৬
২৭ পৌষ ১৪৩২

মাঠে বসেই বাংলাদেশের খেলা উপভোগ করলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ৯:২৮ পিএম

সংগৃহীত ছবি

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি দেখতে মাঠে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২০ জুলাই) তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নামে পাকিস্তান দল। ইনিংস চলাকালেই স্টেডিয়াম ত্যাগ করেন মির্জা ফখরুল।

এদিন মাঠে আরও দেখা গেছে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে। ছেলেকে সঙ্গে নিয়ে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন তিনি।

ঘরের মাঠে গুরুত্বপূর্ণ এই ম্যাচ দেখতে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে ইস্টার্ন গ্যালারি, আবু সাঈদ স্ট্যান্ড এবং ক্লাব হাউস অংশে দর্শকের ভিড়ে গ্যালারিগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা ও উপস্থিতি প্রমাণ করে, দেশের মাটিতে বাংলাদেশ দলের খেলায় এখনো কতটা আবেগ আর ভালোবাসা জড়িয়ে আছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর