[email protected] মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
৭ শ্রাবণ ১৪৩২

দেশ থেকে মাফিয়াতন্ত্র ও পরিবারতন্ত্র বিতাড়িত করব: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ জুলাই ২০২৫ ৭:৩৪ এএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশ গড়ার পথে বাধা হয়ে দাঁড়ানো মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র—সবই বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে।

শনিবার (১৯ জুলাই) কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত পদযাত্রা-পরবর্তী এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

নাহিদ বলেন, “সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বঙ্গোপসাগরকেন্দ্রিক নীল অর্থনীতি এবং পর্যটনশিল্পের গুরুত্বকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বিশেষ করে কক্সবাজারের সম্ভাবনাকে কেন্দ্র করেই দেশের ভবিষ্যৎ ভাবতে হবে।”

তিনি বলেন, “আমরা ঘোষণা দিয়েছি—জুলাই মাসেই ‘জুলাই ঘোষণাপত্র’ দিতে হবে। কে পিআর বোঝে, কে বোঝে না, তার জন্য সংস্কার থেমে থাকবে না। জনগণ সংস্কার চায়, সময়মতো বিচার চায়। আগামীর পরিচ্ছন্ন বাংলাদেশ প্রতিষ্ঠায় সময় মতো সংস্কার ও বিচার নিশ্চিত করতে হবে।”

নির্বাচন কমিশনসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, “জনগণের কথা চিন্তা করে, দেশের স্বার্থে সব রাজনৈতিক দলের উচিত সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া। সংস্কার কোনো দলের নয়, দেশের বিষয়।”

তিনি আরও জানান, ৩ আগস্ট শহিদ মিনারে সমবেত হয়ে ‘জুলাই সনদ’ আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করা হবে।

নাহিদ ইসলাম বলেন, “গত ফ্যাসিস্ট শাসনামলে কক্সবাজার ছিল মাদক ও সন্ত্রাসের অভয়ারণ্য। যেমন নারায়ণগঞ্জে গডফাদার ছিল, তেমনি কক্সবাজারেও ছিল। আমরা সেই গডফাদারতন্ত্রের অবসান ঘটিয়েছি। নতুন করে গডফাদার আবির্ভাবের চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।”

রোহিঙ্গা যুবক নুর মোস্তফার কথা উল্লেখ করে তিনি বলেন, “জুলাই আন্দোলনে রোহিঙ্গা হয়েও সে জীবন দিয়েছে। তাকে শহিদ হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানাচ্ছি।”

কক্সবাজারকে নিয়ে ভিশনের কথা বলতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশকে নৌশক্তিতে সমৃদ্ধ করতে হলে কক্সবাজারকে শক্তিশালী ঘাঁটি হিসেবে গড়ে তুলতে হবে।

পর্যটনের নামে লুটপাট ও উচ্ছেদ নয়—আমরা চাই পরিবেশবান্ধব, স্থানীয় স্বার্থ সংরক্ষণের ভিত্তিতে একটি টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে উঠুক।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর