[email protected] রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ৮:৫৯ পিএম

সংগৃহীত ছবি

অসুস্থ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে তিনি এ সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান উপস্থিত ছিলেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি মঞ্চে পড়ে যান। গরম ও রোদে অসুস্থ হয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হয়।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ জানায়, বর্তমানে তার রক্তচাপ ও রক্তে চিনি (সুগার) স্বাভাবিক রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। দলের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

শনিবার সকাল ৯টা ৪০ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাইফুল্লাহ মানসুর, আর পরিবেশনায় ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠী। দুপুর ২টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় মূল সমাবেশ।

দুপুর সাড়ে ১২টার দিকে সমাবেশস্থলে পৌঁছান আমির শফিকুর রহমান। নেতাকর্মীদের উচ্ছ্বসিত স্লোগানে তিনি হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান। বিকেল ৫টা ১৫ মিনিটে তিনি বক্তব্য দেওয়া শুরু করলে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়েন এবং মঞ্চে পড়ে যান। সহকর্মীদের সহায়তায় উঠে দাঁড়িয়ে পুনরায় বক্তব্য দিতে শুরু করেন, কিন্তু কিছুক্ষণ পর আবারও অসুস্থ হয়ে দ্বিতীয়বার মঞ্চে পড়ে যান।

চিকিৎসকদের দ্রুত সাড়া ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। অসুস্থ অবস্থায় মঞ্চে বসেই তিনি মাইক্রোফোন হাতে নিজের সমাপনী বক্তব্য দেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর