বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দিন যাচ্ছে, দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
তাঁর মতে, ফ্যাসিস্ট শক্তি ফের সক্রিয় হয়ে উঠেছে এবং তারা পুনরায় ক্ষমতায় ফেরার ষড়যন্ত্রে লিপ্ত। এই অবস্থায় অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।
শনিবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও দেশের গণতান্ত্রিক উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “সংস্কারের প্রস্তাব বিএনপিই দিয়েছে, তাই অযথা সময়ক্ষেপণ না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সংকট নিরসনে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করুন। এখনই ব্যবস্থা না নিলে দেশ অনেক বছর পিছিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “প্রতিবারই ত্যাগের মাধ্যমে আন্দোলন করতে হয়। এবার সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে প্রমাণ করেছে—তারা দেশপ্রেমে উজ্জীবিত। তারা ত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ গড়ে তুলেছে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “সব দলের কাছে গ্রহণযোগ্য একটি রাজনৈতিক বন্দোবস্ত দিন। যেন সবাই মিলে একটি ঐকমত্যে পৌঁছাতে পারি—এই দেশ যেন আর কখনো ফ্যাসিবাদের হাতে না যায়।”
তিনি বলেন, “আমাদের বিপ্লব করে ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছা নেই, সামর্থ্যও নেই।
আমরা জনগণের সঙ্গে থেকে, তাদের সমর্থনেই গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তে চাই। কেউ আমাদের থামাতে পারবে না। ’৭১ ও স্বাধীনতার চেতনার প্রশ্নে কোনো আপস নয়—আমরা গণতন্ত্রের দিকেই এগিয়ে যেতে চাই।
এসআর
মন্তব্য করুন: