জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে অংশ নেয়নি বিএনপির কোনো নেতা।
শনিবার (১৯ জুলাই) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি বলেন, “জামায়াতের সমাবেশে বিএনপির কেউ অংশ নিচ্ছেন না।” তবে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল কি না, সে বিষয়ে দলটির পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর দুইটায় জামায়াতের সমাবেশ শুরু হয়। ‘৭ দফা’ দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে নানা ইস্যুতে বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব দেখা দিয়েছে। বিশেষ করে মিটফোর্ডে সংঘটিত হত্যা মামলার পর দুই দলের সম্পর্কে টানাপড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরেও দুই দলের অবস্থানে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে।
এসআর
মন্তব্য করুন: