[email protected] রবিবার, ২০ জুলাই ২০২৫
৫ শ্রাবণ ১৪৩২

জামায়াতের জাতীয় সমাবেশ শুরু : কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক পরিবেশনায় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জুলাই ২০২৫ ১:৩২ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কোরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশনার মাধ্যমে শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে শুরু হওয়া এ সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়, যেখানে সভাপতিত্ব করবেন দলের আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশ উপলক্ষে সকাল থেকেই দলীয় নেতা-কর্মীদের ঢল নামে উদ্যানে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত কর্মীরা বাসযোগে সমাবেশস্থলে পৌঁছান। অনেকে জামায়াতের লোগোযুক্ত টি-শার্ট ও ফিতা পরে অংশ নেন। কারও হাতে দেখা গেছে জাতীয় পতাকা ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’।

জামায়াত নেতারা জানান, এটি হবে স্মরণকালের বৃহত্তম রাজনৈতিক সমাবেশ। তরুণ প্রজন্মকে উদ্দেশ করে দলের আমির গুরুত্বপূর্ণ বার্তা দেবেন। তাঁর ভাষণে থাকবে—গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং ‘২৪ জুলাই অভ্যুত্থান’-এর চেতনার ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা।

সমাবেশের মঞ্চে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় ও জাতীয় নেতারা, অন্য রাজনৈতিক দলের প্রতিনিধি এবং ‘জুলাই আন্দোলনের’ শহীদ পরিবারের সদস্যরা।
১০০ ফুট দীর্ঘ ও ৩৬ ফুট প্রশস্ত মঞ্চে রয়েছে এলইডি স্ক্রিন, অতিথি আসন, মেডিকেল বুথ, অজুর ব্যবস্থা ও নিরাপত্তা কাঠামো। রাজধানীজুড়ে নির্মাণ করা হয়েছে তোরণ, ফেস্টুন ও ব্যানার।

জামায়াত সূত্রে জানা গেছে, সমাবেশে প্রায় ১৫ লাখ মানুষের উপস্থিতি আশা করা হচ্ছে। এর জন্য রিজার্ভ রাখা হয়েছে প্রায় ১০ হাজার বাস, কয়েক জোড়া ট্রেন ও লঞ্চ। সমাবেশকে ঘিরে ঢাকার গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদীসহ পার্শ্ববর্তী জেলা থেকে ব্যাপক লোকসমাগম হচ্ছে।

আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তাপ যখন বাড়ছে, ঠিক সেই সময় সোহরাওয়ার্দী উদ্যানে এ আয়োজনের মাধ্যমে সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক বার্তা একসাথে দিতে চায় জামায়াতে ইসলামি।
দলটির নেতারা জানান, এর আগে কখনোই ঐতিহাসিক এ ময়দানে এককভাবে এতো বড় সমাবেশ করেনি জামায়াত। গত বছরের আগস্টে রাজনৈতিক মাঠে ফের সক্রিয় হওয়ার পর এবার এই আয়োজনকে তারা দেখছেন ‘নতুন সূচনার প্রতীক’ হিসেবে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর