[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

ফ্যাসিবাদ মোকাবিলায় দ্রুত নির্বাচনের দাবি দুলুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ১১:৩৮ পিএম

সংগৃহীত ছবি

দেশে দ্রুত নির্বাচনের আয়োজনের আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

তিনি বলেছেন, "ফ্যাসিবাদী প্রবণতা মোকাবিলায় অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তা না হলে দেশ আরও অস্থিরতার দিকে যাবে।"

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর শহরের আলাইপুর উপশহরে যুবদলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দুলু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আজ অপপ্রচার চালানো হচ্ছে। অথচ ৫০ বছরে কেউ তাকে নিয়ে নেতিবাচক মন্তব্য করেনি।

তারেক রহমানকেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটাক্ষ করা হয়েছে। এতে যুবসমাজ ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর