[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

তারা চায় আমরা ফাঁদে পা দিই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ১০:৫৮ পিএম

সংগৃহীত ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের ইতিবাচক পরিবেশ সত্ত্বেও একটি মহল পরিকল্পিতভাবে তা নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি দাবি করেন, নির্বাচনী তফসিল ঘোষণার আগ থেকেই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠেছে

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ‘জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে’ এক সভায় বক্তব্য রাখেন মির্জা ফখরুল।

তিনি বলেন, “লন্ডন বৈঠকের পর থেকেই বিএনপিকে ফাঁদে ফেলার পরিকল্পনা শুরু হয়েছে। তারা চায় আমরা উত্তেজিত হয়ে প্রতিবাদ করি, যাতে আমরা ফাঁদে পা দিই। কিন্তু আমরা সেই পথ অনুসরণ করব না।”

নেতা-কর্মীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, “সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যেতে হবে।”

তিনি দাবি করেন, ৭১ ও ৯০-এর মতো ২০২৪ সালের জুলাইও দেশে গণতান্ত্রিক উত্তরণের সম্ভাবনা তৈরি করেছে। “এই বিজয়ের কৃতিত্ব জনগণের—কোনো একটি গোষ্ঠীর একার নয়,” বলেন মির্জা ফখরুল।

বিএনপির ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “দেশের বড় অর্জনগুলো বিএনপির হাত ধরেই এসেছে। দলটি কখনো ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। ২০ হাজার নেতা-কর্মী বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন, তবুও বিএনপির সংগ্রাম থামেনি।”

জুলাই আন্দোলনে নিহত ছাত্রদল কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, “১৪২ জন শহীদ হয়েছেন, কিন্তু এখনও তাদের নাম গেজেটে ওঠেনি। আহতদের অনেকে সঠিক সহায়তা পাচ্ছেন না—দলের শীর্ষ নেতৃত্ব বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে।”

সামাজিক মাধ্যমে তারেক রহমানকে নিয়ে প্রচারিত কুরুচিপূর্ণ কন্টেন্টের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “তারেক রহমানকে নিয়ে অপপ্রচার হচ্ছে কারণ, তিনি এখন জাতীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর