[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

বিএনপির নতুন কর্মসূচি: দোয়া মাহফিল ও মৌন মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ৯:০৭ পিএম

সংগৃহীত ছবি

জুলাই-আগস্ট মাসে গণআন্দোলনের সময় নিহতদের স্মরণে এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সারাদেশব্যাপী দোয়া ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (১৮ জুলাই) দেশের সব জেলা ও মহানগরের মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। একই দিনে ঢাকাসহ সারাদেশে আয়োজিত হবে মৌন মিছিল কর্মসূচি।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচির মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হবে।

বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে এই দোয়া মাহফিল ও মৌন মিছিলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে দলটি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর