[email protected] শনিবার, ১৯ জুলাই ২০২৫
৪ শ্রাবণ ১৪৩২

গোপালগঞ্জের সব থানা ও গ্রামে যাবেন নাহিদরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ১:২৯ পিএম

সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, তারা জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি উপজেলায় ও গ্রামে কর্মসূচি চালাবেন।

গোপালগঞ্জের ঘরে ঘরে ‘জুলাই গণঅভ্যুত্থানের’ পতাকা উড়বে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম।

তিনি লেখেন, "গোপালগঞ্জ ও সমগ্র বাংলাদেশকে মুজিববাদী সন্ত্রাস ও ফ্যাসিবাদ থেকে মুক্ত করা হবে। আওয়ামী লীগ বহু বছর ধরে মানুষের জীবন বিপন্ন করেছে, মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে এবং সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য করেছে।"

তিনি দাবি করেন, তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ, কিন্তু পরিকল্পিতভাবে তাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগ সব সময় দেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

নাহিদ অভিযোগ করেন, ৫ আগস্টের পর বারবার দাবি জানানো হলেও ‘জুলাই গণহত্যায়’ জড়িত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেককেই গ্রেপ্তার করা হয়নি বা জামিনে মুক্তি পেয়েছে।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, "প্রশাসনে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে আছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরা গোপালগঞ্জে অবস্থান করছিল।"

তিনি আরও বলেন, গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এনসিপি নেতাকর্মীদের আসতে বাধা দেওয়া হয়েছে, বাস আটকে দেওয়া হয়েছে। তারপরও শান্তিপূর্ণভাবে পথসভা সম্পন্ন হয়েছে।

হামলায় চারজন নিহত হওয়ার বিষয়ে তিনি বলেন, "আমরা কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করি না। প্রশাসন ও গোয়েন্দা সংস্থা সময়মতো ব্যবস্থা নিলে এ পরিস্থিতি সৃষ্টি হতো না।"

সবশেষে তিনি বলেন, "আমরা গোপালগঞ্জে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা রেখেছি। শহীদদের রক্তের শপথ নিয়ে ঘোষণা করছি—মুজিববাদকে আর গোপালগঞ্জ কিংবা বাংলাদেশের মাটিতে দাঁড়াতে দেওয়া হবে না। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর