গোপালগঞ্জে সমাবেশ ও পরবর্তী উত্তেজনার পর সেনাবাহিনী ও পুলিশের কঠোর পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।
বুধবার (১৬ জুলাই) বিকেল পাঁচটার পর তারা সেখান থেকে যাত্রা শুরু করেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন।
তিনি জানান, ১৫ থেকে ১৬টি গাড়ির একটি বহরে করে এনসিপির শীর্ষস্থানীয় নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেন। বহরটিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ কেন্দ্রীয় নেতারা ছিলেন।
এসময় নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পুরো যাত্রাপথে তাদের পাহারা দেন।
এসআর
মন্তব্য করুন: